বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এ তথ্য জানান।
আটক মহসীন ফরিদপুর জেলার সালথা উপজেলার বড় লক্ষণদিয়া গ্রামের জালাল মাতব্বরের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর মিশন শেখের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর মহসীন ইয়াবাসহ অবস্থান করছিলেন। খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এর পর তাকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরএ