বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত করিম উপজেলার কামারবাড়ি গ্রামের বাসিন্দা।
শার্শার চার নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য তুহিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বুধবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে করিম গাজী শার্শা থানার মোড় থেকে বাজার করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় উপজেলার সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এজেডএইচ/এএটি/জেডএস