বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ত্রিবেনি এলাকার একটি আলু ক্ষেতের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ গুম করতেই আলুক্ষেতের পাশে ছোট একটি ডোবায় ফেলে রাখা হয়।
ময়নাতদন্তের পরে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি আবুল কালাম।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ওএইচ/এএ