বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধন উপলক্ষে রেলমন্ত্রী মুজিবুল হক ওই সেতুর গুরুত্ব তুলে ধরে বলেন, এটি শুধু একটি সেতু নয়, এটা আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ।
রেলমন্ত্রী এ সময় ২৫ টাকা মূল্যমানের দু’টি স্মারক ডাকটিকিট, ৫০ টাকা মূল্যমানের একটি স্যুভেনির শিট, ১০ টাকা মূল্যমানের দু’টি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড স্বাক্ষরের মাধ্যমে অবমুক্ত করেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিনের সভাপতিত্বে রেলভবনে স্মারক ডাক টিকিটের উদ্বোধন করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসএ/এএটি/এএ