ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মুকসুদপুর নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
মুকসুদপুর নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

এদের মধ্যে ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ৯ নং ওয়াডের্র পরাজিত কাউন্সিলর প্রার্থী সাহেব আলী ও শওকত আলীর মধ্যে নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় প্রার্থীর  সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এই দুই প্রার্থী সম্পর্কে চাচাতো ভাই।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মারামারি থেমে যায়। এতে দুই প্রার্থীই সমর্থকই  আহত হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ এপ্রিল) মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।