ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ডিবির অভিযানে গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
না’গঞ্জে ডিবির অভিযানে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ: পৃথক দু’টি অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । এ সময় ৪০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার জেলা ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম।

তিনি জানান, বুধবার রাতে শহরের নিতাইগঞ্জ বাপ্পী চত্বর থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম ওরফে গলাকাটা খোকাকে (৪০) গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ অন্যান্য অভিযোগে মামলা রয়েছে।  

অন্যদিকে, একই রাতে ভূঁইঘর সিকদার পাম্পের সামনে প্রাইভেটকার থেকে ৪০ পিস ফেনসিডিল সহ মো. মহিউদ্দিনকে (৪০) গ্রেফতার করা হয়। তিনি শহরের কিল্লারপুল এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী নুপুরের স্বামী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মাহজারুল ইসলাম, মিজানুর রহমান মিজান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রকাশসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানের নেতৃত্বে ছিলেন বলেও জানান এসআই আবু সায়েম।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।