ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বাস উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
টাঙ্গাইলে বাস উল্টে নিহত ১

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড থেকে একটি লোকাল যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে যাচ্ছিলো। বাসটি বিক্রমহাটি ব্রিজের কাছে পৌঁছালে সামনের বামপাশের চাকা ফেটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশেই উল্টে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন। এদের মধ্যে আটজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।