বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড থেকে একটি লোকাল যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে যাচ্ছিলো। বাসটি বিক্রমহাটি ব্রিজের কাছে পৌঁছালে সামনের বামপাশের চাকা ফেটে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশেই উল্টে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন। এদের মধ্যে আটজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এনটি