ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বিসিকের অব্যবস্থাপনায় ১৫শ’ কোটি টাকার কার্যাদেশ বাতিল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বিসিকের অব্যবস্থাপনায় ১৫শ’ কোটি টাকার কার্যাদেশ বাতিল  চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন-ছবি-সুমন শেখ

ঢাকা: সাভার শিল্প নগরীতে চামড়া শিল্প স্থানান্তরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অব্যবস্থাপনার কারণে এখন পর্যন্ত ১৫শ’ কোটি টাকার কার্যাদেশ বাতিল হয়েছে বলে অভিযোগ করেছে ‘চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ’। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সংগঠনটি।  

সংগঠনের কো-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহি বলেন, বিসিকের চরম ব্যর্থতা ও অব্যবস্থাপনার শিকার চামড়া শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

সাভারে ১৫৫টি ট্যানারির মধ্যে মাত্র ৯টিতে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) সঠিকভাবে সার্ভিস না দেওয়ায় চামড়া শিল্প নগরী থেকে নির্গত তরল বর্জ্য এখনো নিরসন করা হচ্ছে না।  

তিনি বলেন, এ সব অব্যবস্থাপনার কারণে ট্যানারি মালিকরা এখন পর্যন্ত ২ হাজার ৬৮৬ কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়েছে। এছাড়া ১৫শ’ কোটি টাকার কার্যাদেশ বাতিলেরও সম্মুখীন হতে হচ্ছে আমাদের। পরিবেশগত বিষয় নিয়ে এখনো সাভারের চামড়া শিল্প নগরীতে বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা এখন পর্যন্ত সাভারের চামড়া শিল্প নগরীতে প্রায় দুই হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি। আরও ৫ হাজার কোটি টাকা বিনিয়োগের চিন্তা রয়েছে। বিসিক বিনিয়োগের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হয়েই আমরা এই বিনিয়োগ করবো।

সাভারের চামড়া শিল্প নগরীর সব অব্যবস্থাপনা বিসিক দ্রুত সময়ে দূর না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী স্থাপনে বিসিক সম্পূর্ণ অদক্ষতার পরিচয় দিয়েছে। তাই সিইটিপি সার্ভিস সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। সাভার চামড়া শিল্প নগরীতে এখন পর্যন্ত ড্যাম্পিং ইয়ার্ড নির্মাণ কাজ শুরু হয়নি।

চামড়া শিল্প রক্ষায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন- চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের সদস্য সচিব আবুল কালাম আজাদসহ বিভিন্ন ট্যানারির মালিকরা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমএ/আরআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।