ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বিজিবি’র ফায়ারিং প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
খাগড়াছড়িতে বিজিবি’র ফায়ারিং প্রতিযোগিতা খাগড়াছড়িতে বিজিবি’র ফায়ারিং প্রতিযোগিতা


খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম আন্তঃব্যাটালিয়নের ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি বিজিবি সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে ও ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় দক্ষিণ-পূর্ব রিজিয়নের আওতাধীন ২০টি ব্যাটালিয়নের মোট ১৬০ জন ফায়ারার অংশ নেন।

এতে ৯৪ পয়েন্ট পেয়ে ২২ বর্ডার গার্ড বরকল ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন ও ৮৭ পয়েন্ট পেয়ে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খাগড়াছড়ি রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া ১৫ পয়েন্ট পেয়ে শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে নির্বাচিত হয়েছেন ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিপাহী মো. মেহেদী হাসান।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফায়ারিং রেঞ্জে প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং শ্রেষ্ঠ ফায়ারারের হাতে ট্রফি তুলে দেন বিজিবি’র দক্ষিণ পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম, পিএসসি।

এসময় বিজিবি’র খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. মতিউর রহমান, ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুজ্জামান চৌধুরী ও উপ-অধিনায়ক মেজর সৈয়দ আনসার মোহাম্মদ কাওছার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।