ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

হাওরে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
হাওরে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

ঢাকা: হাওর এলাকায় সোলার প্যানেল বসানোর বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে  জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর পরিকল্পনা কমিশনে সাধারণ অর্থনীতি বিভাগ আয়োজিত তিনটি গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, জলবায়‍ু পরিবর্তন ইস্যুতে আমাদের হাত-পা বাঁধা।

এখানে আমাদের তেমন কিছু করার নেই। হাওর এলাকার মানুষের দুর্ভোগ কমাতে আমরা সোলার প্যানেল বসানোর পরিকল্পনা করছি। পানির একটা নির্দিষ্ট মাত্রার ওপর সোলার প্যানেল বসানো হবে। যাতে ওই এলাকার অর্থনৈতিক উন্নয়নে গতি আসে। শিক্ষাব্যবস্থার পদ্ধতি পরিবর্তন করতে হবে ভবিষ্যতে। কারণ কারিগরি দক্ষ লোক দরকার। দেশের ৫ দশমিক ৭ মিলিয়ন প্রান্তিক জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যেতে কাজ করছে সরকার।

অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, হাওরে সম্পদ রয়েছে। কিন্তু সে সম্পদ যেনো অভিশাপ না হয়, তাই সম্মিলিতভাবে পরিকল্পনা করে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ের কৃষকদের নিয়ে সমন্বিত পরিকল্পনা করতে হবে। তাছাড়া দরিদ্র এলাকাগুলোতে আন্তঃমন্ত্রণালয়গুলোর সমন্বয় জরুরি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ইউএম/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।