বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর পরিকল্পনা কমিশনে সাধারণ অর্থনীতি বিভাগ আয়োজিত তিনটি গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে আমাদের হাত-পা বাঁধা।
অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, হাওরে সম্পদ রয়েছে। কিন্তু সে সম্পদ যেনো অভিশাপ না হয়, তাই সম্মিলিতভাবে পরিকল্পনা করে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ের কৃষকদের নিয়ে সমন্বিত পরিকল্পনা করতে হবে। তাছাড়া দরিদ্র এলাকাগুলোতে আন্তঃমন্ত্রণালয়গুলোর সমন্বয় জরুরি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ইউএম/ওএইচ/এএ