শেরেবাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।
সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক আবুল বাশার বিল্টু, মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম, কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল রাজ্জাক সিকদার ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।
একই অনুষ্ঠানে শেরেবাংলা এ কে ফজলুল হক ও রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এ কে এম আব্দুল করিমের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমএস/আইএ