ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে শেরেবাংলার মৃত্যুবার্ষিকী পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ঝালকাঠিতে শেরেবাংলার মৃত্যুবার্ষিকী পালিত ঝালকাঠিতে শেরেবাংলার মৃত্যুবার্ষিকী পালিত

ঝালকাঠি: অবিভক্ত বাংলা (১৯৩৭-১৯৪৩) ও পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪) শেরে বাংলা এ কে (আবুল কাশেম) ফজলুল হকের মৃত্যুবার্ষিকী ঝালকাঠির রাজাপুরে পালিত হয়েছে।

শেরেবাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।

সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক আবুল বাশার বিল্টু, মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম, কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল রাজ্জাক সিকদার ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।

একই অনুষ্ঠানে শেরেবাংলা এ কে ফজলুল হক ও রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এ কে এম আব্দুল করিমের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।