বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পোড়াভিটা এলাকার আব্দুল জব্বার ওরফে তমিরউদ্দিনের স্ত্রী।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ১২ গ্রাম হেরোইনসহ কোহিনুর বেগমকে আটক করা হয়।
কোহিনুর একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে কোহিনুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এনটি