বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে পৌর মেয়রের সহায়তায় শহরের আছাদুজ্জামান মিলনায়তনে ৯০ জন ভিক্ষুককে স্বাবলম্বী করতে বিভিন্ন সহায়তা দেওয়া হয়।
পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসা করার জন্য ভিক্ষুকদের মধ্যে নগদ টাকা, গরু, ছাগল, ভ্যান, রিকশা, সেলাই মেশিন ও টিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খন্দকার আজিম আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল ও পৌর কাউন্সিলর সবেতারা বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরবি/