বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (গোবিন্দগঞ্জ) বিচারক জয়নুল আবেদিন তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বৃহস্পতিবার ভোরে গোবিন্দগঞ্জ উপজেলা শহর থেকে তাদের আটক করে জেলা ডিবি পুলিশ।
এরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার তুলসিপাড়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে আতিকুর রহমান আতিক (২৭), একই উপজেলার কামারপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম রফিক (৩০) ও কক্সবাজারের টাওয়ার এলাকার আবদুর রহিমের ছেলে নুর মোহাম্মদ (২৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত তিন জেএমবি সদস্যের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে গ্রেফতারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে জঙ্গি তৎপরতায় জড়িত করা ছাড়াও একাধিক নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরএ