ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ঈশ্বরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা  

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হালিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে তার স্বামী গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে ময়নাতদন্তের জন্য হালিমার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, উপজেলার রাজীবপুর ইউনিয়নের দক্ষিণ মাইজহাটি গ্রামের আমানত উল্লাহর ছেলে আবদুল্লাহর সঙ্গে প্রায় ৮ বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামের সফির উদ্দিনের মেয়ে হালিমার।

 

তিন সন্তানের মা হালিমার ওপর মাদকসেবী আবদুল্লাহর নিয়মিত অত্যাচার চলতো বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামীর অত্যাচার সইতে না পেরে প্রায় দেড় মাস আগে বাবার বাড়ি চলে যান হালিমা।  

গত ২৪ এপ্রিল আব্দুল্লাহর পরিবারের লোকজন স্থানীয় কয়েকজন মাতব্বরকে নিয়ে হালিমার বাড়িতে গিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসেন।  

বুধবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে ঘরের ভেতর হালিমা নামাজ পড়ার সময় পেছন থেকে আব্দুল্লাহ ব্লেড দিয়ে তার গলাকেটে পালিয়ে যায়।  

রক্তাক্ত অবস্থায় হালিমাকে বাড়ির লোকজন ময়মনসিংহের চরপাড়া এলাকায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে হালিমার মৃত্যু হয়।       

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) রুহুল আমিন তালুকদার জানান, এ ঘটনায় নিহতের বাবা সফির উদ্দিন বাদী হয়ে ৬ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।  

অভিযুক্ত আব্দুল্লাহ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।  
 
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭ 
এমএএএম/আরআর/আরআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।