ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকার ৩ হাজার টেলিফোন ও ইন্টারনেটের সংযোগ বিকল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ঢাকার ৩ হাজার টেলিফোন ও ইন্টারনেটের সংযোগ বিকল

ঢাকা: বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভূগর্ভস্থ টেলিফোন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের প্রায় ৩ হাজার টেলিফোন ও ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় রাস্তা সংলগ্ন ড্রেন নির্মাণের জন্য খনন কাজ চলাকালে বিটিসিএল’র ভূগর্ভস্থ টেলিফোন ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়।
 
সার্কিট হাউজ রোড, নিউ ইস্কাটন, ইস্কাটন গার্ডেন, বোরাক টাওয়ার, দিলুরোড, রাজারবাগ, মালিবাগ, শান্তিনগর, চামেলীবাগ, কাকরাইল, ডিআইটি এক্সটেনশন রোড, বিজয়নগর, ফকিরাপুল, নয়া পল্টন, পুরানা পল্টন, মধুবাগ, পশ্চিম রামপুরা, আবুল হোটেল, হাজীপাড়া, উলন, পদ্মাসিনেমা হল সংলগ্ন এলাকার রাস্তায় ড্রেন নির্মাণ কাজ চলছে বলে জানায় বিটিসিএল।


 
এসব এলাকার রাস্তায় খনন কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকার ভূগর্ভস্থ টেলিফোন ক্যাবল কাটা যাওয়ায় বিটিসিএল এর প্রায় ৩ হাজার টেলিফোন  সংযোগ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
 
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, এসব টেলিফোন ও ইন্টারনেট সংযোগ চালু করতে ২-৩ সপ্তাহ সময় লাগতে পারে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমআইএইচ/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।