ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নারী-পুরুষ সমানভাবে না এগুলে দেশের উন্নয়ন হবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
নারী-পুরুষ সমানভাবে না এগুলে দেশের উন্নয়ন হবে না নারী-পুরুষ সমানভাবে না এগুলে দেশের উন্নয়ন হবে না-ছবি: বাংলানিউজ

শেরপুর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, নারী-পুরুষ সমানভাবে এগিয়ে না এলে দেশের উন্নয়ন হবে না। নারীকে যদি আমরা লুলা (অকর্মা) করে রাখি, সমাজের একটা অংশকে অনগ্রসর করে রাখি, তাহলে দেশ কী করে এগুবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের শহীদ আহাদ প্রাঙ্গণে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার ভবনের সম্প্রসারণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন ও তৃতীয় তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যুর ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শেখ হাসিনাই প্রথম জনগণের সরাসরি ভোটে মহিলা মেম্বার নির্বাচনের ব্যবস্থা করেন।

এখন নারীরা দেশের প্রজাতন্ত্রের বিভিন্ন স্তরে কাজ করছে। আওয়ামী লীগ যেভাবে নারীদের নির্বাচন করার জন্য মনোনয়নের টিকিট দেয় অন্য কোনো দল তা দেয়নি।  

এ সময় তিনি আরো বলেন, ‘অন্য দল ক্ষমতায় এলে ফ্যাশন করা নিয়ে ব্যস্ত থাকে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ওয়াসফিয়ার মতো নারী এভারেস্ট জয় করার উৎসাহ পায়। ’

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আইনুল কবীর, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুকলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেহের আফরোজ চুমকী বলেন, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ও গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এর পেছনে কারণ হলো, আমাদের মাতৃ মৃত্যুর হার ও শিশু মৃত্যুর হার কমে গেছে, আমাদের জীবন-মানের উন্নয়ন হয়েছে, আমাদের দারিদ্রতা কমেছে। যার কারণে আমাদের গড় আয়ূও আরও বৃদ্ধি পেয়েছে। আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের বড় বড় দেশে আমাদের সু-সম্পর্ক। এ সু-সম্পর্কের ফলেও আমাদের উন্নয়ন এগিয়ে যাচ্ছে।

এসময় তিনি বলেন, নারীদের জন্য আড়াইশ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে ১৮টি ট্রেডে নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও আরও আড়াই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এতে কিশোর-কিশোরীদের জন্য ক্লাব গঠন করা হবে। এসময় তিনি মায়েদের প্রতি অনুরোধ করে বলেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দিয়ে তার ভাগ্য নষ্ট করবেন না।

এ সময় উপস্থিত ছিলেন-শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির রুমান, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন, শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মন্ত্রী ফলক উন্মোচন, ফিতা এবং কেক কেটে ভবনের শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।