ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রৌমারীতে স্কুলছাত্রী উত্যক্তকারীদের গ্রেফতার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
রৌমারীতে স্কুলছাত্রী উত্যক্তকারীদের গ্রেফতার দাবি স্কুলছাত্রী উত্যক্তকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্কুল ছাত্রী উত্যক্তকারী বখাটেদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন শ্রেণীপেশার শত-শত মানুষ উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে।

পরে রৌমারী বাজার বণিক সমিতি ও স্থানীয়দের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বণিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা, সহ-সভাপতি আবু তোহা, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা খন্দকার সামসুল আলম, বাসদ নেতা মহির উদ্দিন, ব্যবসায়ী কদম আলী, জাহিদুল ইসলাম, কফিলউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, যাদুরচর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে উত্যক্তকারীদের বিচার করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের উপর গত ২২ এপ্রিল ভোররাতে হামলা চালায়। ছাত্রীটির বাড়িতে বখাটেরা জিনিসপত্র ভাংচুর, নগদ টাকা, সোনাদানা লুটসহ বাবা আবু তালেব (৫০) ও তার স্ত্রী হোসনে আরাকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।