ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৫-ছবি: বাংলানিউজ
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বসতবাড়ী দখল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে দৌলতপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আবু তালেবের বাড়ি দখল করার চেষ্টা করছিল তার পাশের বাড়ির প্রতিবেশী।
এর জের ধরে বিকেলে আব্দুল মমিন, নমিজ উদ্দিন, মিজানুর রহমান, মহসিন সহ আরো কয়েকজন আবু তালেবের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তারা বসত ভিটায় আগুন ধরিয়ে দেয়। এসময় আবু তালেব (৪৪) ,খালেদা (৩৫) জুলেখা, (৩০) তোফাজ্জল (৫৫) জুয়েল (২০) আহত হয়। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হয়। খবর পেয়ে বোদা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আগুনে প্রায় দেড়লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
এ সময় স্থানীয়রা জানান, সময় মত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না এলে ক্ষতির পরিমাণ আরো বেশি হত।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।