বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে মাদারীপুর র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমল চন্দ্র কর্মকার এ অভিযান পরিচালনা করেন।
মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে কালকিনির ডাকবাংলা রোড এলাকায় আলিফ আইসক্রিম ফ্যাক্টরিতে নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করে বাজারজাত করে আসছিল।
অপরদিকে একই সময় ওই উপজেলার পুরান বাজার খেয়াঘাট এলাকার ইলিয়াস আইসক্রিম ফ্যাক্টরি নামে আরেকটি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। এসময় নোংরা পরিবেশ থাকায় ওই আইসক্রিম ফ্যাক্টরির মালিক খাইরুল আলিমকে (৩০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, মাদারীপুর শহরে খাবারে ভেজালসহ নোংরা পরিবেশে যেন কোনো প্রতিষ্ঠান খাবার তৈরি করতে না পারে সে জন্য র্যাব-৮ এর অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরবি/