ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
মাদারীপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদারীপুর: নোংরা পরিবেশের কারণে মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে মাদারীপুর র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমল চন্দ্র কর্মকার এ অভিযান পরিচালনা করেন।

মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে কালকিনির ডাকবাংলা রোড এলাকায় আলিফ আইসক্রিম ফ্যাক্টরিতে নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করে বাজারজাত করে আসছিল।

খবর পেয়ে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এসময় আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. মফিজ কাজীকে (৫০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই সময় ওই উপজেলার পুরান বাজার খেয়াঘাট এলাকার ইলিয়াস আইসক্রিম ফ্যাক্টরি নামে আরেকটি ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। এসময় নোংরা পরিবেশ থাকায় ওই আইসক্রিম ফ্যাক্টরির মালিক খাইরুল আলিমকে (৩০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, মাদারীপুর শহরে খাবারে ভেজালসহ নোংরা পরিবেশে যেন কোনো প্রতিষ্ঠান খাবার তৈরি করতে না পারে সে জন্য র‌্যাব-৮ এর অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।