ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বকেয়া বেতন পেতে লিগ্যাল নোটিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ময়মনসিংহে বকেয়া বেতন পেতে লিগ্যাল নোটিশ

ময়মনসিংহ: ময়মনসিংহে একটি ওষুধ কোম্পানির কাছ থেকে বকেয়া বেতন আদায় করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক কর্মচারী।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এটিএম মাহাবুব উল আলম কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসানকে এ নোটিশ দেন।

সূত্র জানায়, বিধিসম্মতভাবে চাকরি ছেড়ে আসায় রুহুল আল আমীন নামে এক কর্মচারীকে বকেয়া বেতন বাবদ গত ২৮ ফেব্রুয়ারি ২৮ হাজার টাকার একটি চেক দেয় ঢাকার মেডআরএক্স লাইফ সায়েন্স লিমিটেড কর্তৃপক্ষ।

কিন্তু গত ৩ এপ্রিল রুহুল আমীন চেকটি নগদায়নের জন্য ময়মনসিংহ শাখার ইউনাউটেড কমার্শিয়াল ব্যাংকে জমা করলে ডিজঅনার হয়।     

ভুক্তভোগী রুহুল আল আমীন বলেন, বকেয়া বেতন পরিশোধ করতে কোম্পানি চেকের মাধ্যমে প্রতারণা করায় আমি বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছি।    

এ বিষয়ে আইনজীবী এটিএম মাহাবুব উল আলম জানান, নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে চেকের টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি না দিলে আইন অনুযায়ী মোকদ্দমা দায়ের হবে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।