ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে গম সংগ্রহ অভিযান শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বালিয়াকান্দিতে গম সংগ্রহ অভিযান শুরু

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা খাদ্য গুদামে গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদন সামছুল আলাম সুফি, জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুছ আলী সরদার ও জামালপুর বাজার বণিক সমতির সাধারণ সম্পাদক মজিবর রহমান বিশ্বাস প্রমুখ।

বালিয়াকান্দি উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খাদ্য গুদামে এবার ২৮ টাকা কেজি দরে ৫০৯ মেট্রিক টন গম কেনা হবে। গম কেনা চলবে ৩০ জুন পর্যন্ত। একজন কৃষক ৪০ কেজি থেকে সর্বোচ্চ ৩০০ কেজি গম বিক্রি করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।