ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ক্ষেতলাল ও পাঁচবিবিতে মাদকসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ক্ষেতলাল ও পাঁচবিবিতে মাদকসহ আটক ৪

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকসহ চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) ও ক্ষেতলাল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম, মিঠুন ও জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া সুতার পাড়া গ্রামের মৃত. আ. মোতালেবের ছেলে মোকলেছার রহমান মোকারম।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ক্ষেতলালের শিবপুর গ্রামে ও বটতলী বাজারে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ‍আটক করা হয়। এসময় ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, পাঁচবিবি সীমান্ত এলাকার উত্তর গোপালপুর গ্রাম থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ পিস এ্যাম্পল ট্যাবলেটসহ আজিজুর রহমানকে আটক করা হয়। আজিজুর ওই গ্রামের মৃত. ময়েজ উদ্দীনের ছেলে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন ক্ষেতলাল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।