ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

হাওরে শিক্ষাপ্রতিষ্ঠান-অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
হাওরে শিক্ষাপ্রতিষ্ঠান-অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকা

ঢাকা: পাহাড়ি ঢলে সৃষ্ট হঠাৎ বন্যায় হাওরাঞ্চলের বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ১০ কোটি টাকা সহায়তা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যা ক্ষতিগ্রস্ত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে তাৎক্ষণিক প্রকল্প সহায়তা হিসেবে ১০ কোটি টাকা দেওয়া হয়।
 
পাহাড়ি ঢলে গত কয়েক দিন হাওরাঞ্চলের ছয় জেলায় ব্যাপক ক্ষতি হয়।

এতে শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি এবং উঠতি বোরো ধানের মারাত্মক ক্ষতি হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।