সাভারে বখাটের ছুরিকাঘাতে ২ ভাই আহত-ছবি: বাংলানিউজ
সাভার, ঢাকা: সাভারে এক বখাটের ছুরিকাঘাতে মোফাজল হোসেন (৩৪) ও মোকলেসুর (২৬) নামে দুই ভাই আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে সাভার বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বড় ভাই মোফাজল হোসেনের মুদিদোকান রয়েছে।
দুপুরে ছোট ভাই মোকলেসুরকে দোকানে বসিয়ে তিনি দুপুরের খাবারের জন্য বাড়িতে যান। এসময় ওই এলাকার এক বখাটে এসে দোকানে চাঁদা দাবি করে। এসময় মোকলেসুর টাকা দিতে না চাইলে তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে মোফাজল দ্রুত দোকানে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই বখাটে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।