ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ১২০০ কেজি পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
বরিশালে ১২০০ কেজি পলিথিন জব্দ

বরিশাল: বরিশালের কেটঘাট সংলগ্ন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাস কাউন্টার এলাকা থেকে ১২শ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রকেটঘাট সংলগ্ন বিআরটিসির বাস কাউন্টারের সামনে রাখা যশোর থেকে ভোলাগামী একটি বিআরটিসি বাসে তল্লাশি চালানো হয়।

পরে বাসের বিভিন্ন স্থান থেকে ১০টি বস্তার ভেতরে থাকা আনুমানিক ১২শ কেজি পলিথিন জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমএস/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।