বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় ইউপি মিলনায়তনে চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ (অপু)।
বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯৫ লাখ ৯৭ হাজার ২৭ টাকা, যা চলতি অর্থ বছরে ছিলো ৬৪ লাখ ৪৩ হাজার ৬শ টাকা।
এবারের উপস্থাপিত বাজেটে অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা ও কৃষিখাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, উপস্থাপিত বাজেট বাস্তবায়নে আমরা সর্বত্মক চেষ্টা করবো।
এক্ষেত্রে তিনি ইউনিয়নের সব নাগরিকের সহযোগিতা কামনা করেন।
বাজেট অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসএইচডি/এসএনএস