ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ১০ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
কালিয়াকৈরে ১০ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকা থেকে সোহাগ হোসেন (১৪) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ সোহাগ হোসেন কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার আবদুল গনি খাঁনের ছেলে।

স্কুল ছাত্রের পরিবার ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার মাঝুখান মডেল পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়তো সোহাগ হোসেন। গত ১৮ এপ্রিল সকালে স্কুলের যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। স্কুল ছুটির পরও সে আর বাড়ি ফেরেনি।

ওই দিন রাতে তার যাওয়ার সম্ভাব্য সব আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন ১৯ এপ্রিল স্কুল ছাত্রের পিতা কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরি করেন। ঘটনার ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও সোহাগ হোসেনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার জাহান জানান, প্রায় সব থানায় জানানো হয়েছে। স্কুল ছাত্র সোহাগকে খোঁজার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭।
আরএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।