একই সঙ্গে সব কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা মোকাবেলা প্রস্তুতি সভায় জেলা প্রশাসক এ নির্দেশ দেন।
জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান ভূঁঞা, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী, সুধাংশু কুমার সরকার, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আহসান, নলডাঙ্গার ইউএনও মু. রেজা হাসান, সদর উপজেলার ইউএনও আরিফ আব্দুল্লাহ মোহাম্মদ, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাইফুল আলম, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন, সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ জেলার সরকারি সব দপ্তরের কর্মকর্তারা।
প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় সব কর্মকর্তাদের ছুটির দিনেও কর্মস্থল ত্যাগ না করার পাশাপাশি পাউবো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ত্রাণ অধিদপ্তরের কর্মকর্তাদের বেশি সর্তক থাকার নির্দেশ দেন জেলা প্রশাসক।
পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আরবি/আরএ