প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রওশনারা বেগম তার মেয়েকে নিয়ে বালাগঞ্জ গ্রামের বাড়ি থেকে উপশহরের বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলে আসামাত্র পুলিশ গাড়িটিকে সিগন্যাল দিয়ে থামিয়ে কাগজপত্র তল্লাশি শুরু করে।
এসময় পুলিশ ছিল নীরব। পুলিশের এমন ভূমিকা ক্ষুব্ধ করে স্থানীয়দের। মোটরসাইকেলে আসা যুবকদের সঙ্গে পুলিশের যোগসাজস থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা উপশহর বি-ব্লকে সড়ক অবরোধ করেন। পরে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন মেয়েটিকে উদ্ধারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
ওসি আখতার হোসেন দাবি করেন, বিষয়টি প্রেমঘটিত। টহল পুলিশ সিএনজিচালিত অটোরিকশাটি আটকিয়ে তল্লাশিকালে মেয়েটি স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে চলে গেছে।
এ ব্যাপারে তরুণীর মা বাদি হয়ে মামলা দায়ের করবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৫৪ ঘন্টা, এপ্রিল ২৮, ২০১৭
এনইউ/এসআই/জেএম