সহায়তার টাকা তুলে দিচ্ছে স্কুল শিক্ষার্থীরা-বাংলানিউজ
সিরাজগঞ্জ: মাত্র ৩৪০ টাকা যোগানো একেবারেই নগন্য ব্যাপার। কিন্তু যারা এই টাকার যোগান দিয়েছে তাদের জন্য এ টাকা যোগার করা কঠিন হলেও উদ্যোগটা ছিল বৃহৎ এবং উদ্দেশ্যটাও মহৎ।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী গ্রামের হতদরিদ্র তাঁত-শ্রমিক ও নরসুন্দর শ্রমিকের স্কুল পড়ুয়া সন্তানেরা নিজেদের ২ দিনের টিফিনের জন্য রাখা টাকা সুনামগঞ্জের হাওর অঞ্চলের দুর্গত মানুষের সাহায্যার্থে পাঠিয়েছে।
খুকনী গ্রামের স্কুলছাত্র মোরসালিন, সাগর শীল, রিজন ও আশিক জানায়, দুর্গতদের খবর গণমাধ্যমে তারা জানতে পারে।
তখন থেকেই তারা খুব কষ্ট পাচ্ছিল। এসময় ফেসবুকের মাধ্যমে তারা জানতে পারে হাওরের সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে ঢাকার কয়েকজন সংবাদকর্মীর উদ্যোগের কথা। এতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তারাও আগ্রহী হয়। তাদের দরিদ্র দিনমজুর অভিভাবকদের কাছ থেকে সাহায্যের টাকা চাওয়া সম্ভব নয়। এ কারণে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় ১৫ জন বন্ধু নিজেদের ২ দিনের টিফিনের টাকা বাঁচিয়ে এবং সাধ্যমত অভিভাবকদের কাছ থেকে নিয়ে ১০-৩০ টাকা করে মোট ৩৪০ টাকা জমায়।
পরে শুক্রবার সকালে ওই টাকা স্থানীয় এক সংবাদকর্মী স্বপন মির্জার মাধ্যমে হাওরবাসীকে সহায়তার উদ্যোক্তা সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার কাছে পৌঁছে দেওয়া হয়।
এ বিষয়ে উদ্যোক্তা সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না জানান, হাওরের অভাবী মানুষের জন্য অসহায় শিশুদের এমন আবেগী ভালবাসা আমাদের আরো উৎসাহিত করেছে। এদের ভালবাসায় ঘুরে দাঁড়াবে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।