শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়। বিকেলে ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানানো হয়।
ইকবাল আলম সৈয়দপুর পুরাত বাবুপাড়া মহল্লার মৃত কাইয়ুমের ছেলে।
র্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবীর বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সড়কের হিলি মটরস এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ ইকবাল আলমকে আটক করা হয়।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় র্যাব ক্যাম্পের ডিএডি আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এনটি