ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
সৈয়দপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সৈয়দপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের রংপুর সড়কের হিলি মটরস এলাকা থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ ইকবাল আলম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়। বিকেলে ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানানো হয়।

ইকবাল আলম সৈয়দপুর পুরাত বাবুপাড়া মহল্লার মৃত কাইয়ুমের ছেলে।

র‌্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবীর বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সড়কের হিলি মটরস এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ ইকবাল আলমকে আটক করা হয়।

এ ব্যাপারে সৈয়দপুর থানায় র‌্যাব ক্যাম্পের ডিএডি আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।