শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ মিলানায়তনে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এসব কথা বলেন।
লাইলী বলেন, কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে উঠতে পারেন সে লক্ষ্যে বীজ, সার, কীটনাশক ও সহজ শর্তে ঋণ দিতে সরকার আন্তরিক।
সভায় উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রণালয়ে উপ-প্রধান আজিজুন নাহার শ্যামলী, কুমিল্লায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নির্বাহী প্রকৌশলী নূর নবী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম, লক্ষ্মীপুর জেলা কৃষি অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোস্তাফা, কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুছ ছোবহান, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য রোপেনা আক্তারসহ স্থানীয় কৃষকরা।
লক্ষ্মীপুর সদর ও কমলনগরে কয়েকটি ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেন ফরিদুন্নাহার লাইলী।
গত ১৯ এপ্রিল থেকে টানা ছয়দিনের ভারী বর্ষণে লক্ষ্মীপুরের প্রায় ৩৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরআর/বিএস