শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ের দাড়িয়াপুর গ্রামের যুগীরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- সুলতানা দাড়িয়াপুর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে সাদিয়া সুলতানা (৬) ও একই গ্রামের মিজানুর রহমানের মেয়ে রাহেন মিয়া (৫)।
স্থানীয়রা জানান, বিকেলে পুকুরের পানিতে নেমে খেলছিলো ৫/৬ জন শিশু। তাদের সঙ্গে সাদিয়া ও রাহেন ছিলো। এসময় পুকুরের পানিতে তারা ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত করা হয়।
ঘাগোয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাদশা মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এনটি