ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাস থেকে পড়ে হেলপার নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
বাস থেকে পড়ে হেলপার নিহত

বরিশাল: বরিশালের গৌরনদীতে বাস থেকে পড়ে হেলপার নিহত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন সরদার (১৬) বরিশাল নগরীর দক্ষিণ বাঘিয়া এলাকার সিরাজ সরদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, বরিশাল থেকে ভুরঘাটাগামী যাত্রীবাহী বাসটি (খুলনা-মেট্রো-ব-১৮৭) গৌরনদী বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় হেলপার সুমন সামনের দরজা থেকে পড়ে যায়।

এ সময় বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।