শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর সঙ্গীত কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, গল্প শোনা, অঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের মণিমেলার সভাপতি একেএম রেজাউর রহমান রেজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল মতিন সৈকত বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু, জেলা খেলাঘর আসরের সভাপতি জলিল আহমেদ ও মণিমেলার কর্মকর্তা শাবাব হুসনাইন প্রমুখ।
এর আগে সৃজনশীল সংগঠন মণিমেলার ক্ষুদে শিল্পীরা বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এসআরএস/এমজেএফ