ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় ইতিমনি নামে (৩) একটি শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইতিমনি কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা গ্রামের আবু বক্করের মেয়ে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বাংলানিউজকে জানায়, সকালে ইতিমনি তার বাবার সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দৌড়ে রাস্তা পার হতে গেলে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা অপর একটি ইজিবাইক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।