শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে স্টেডিয়ামের ৪ নং গেটে শুরু হয় ঢাকা ক্লিন পরিচ্ছন্নতা কার্যক্রম। সাবেক ফুটবলার কায়সার হামিদের সঙ্গে এ কার্যক্রমে যোগ দেন অর্ধশতাধিক শিক্ষার্থী।
পরিচ্ছন্ন দেশ গড়তে প্রতি শুক্রবার ঢাকা ক্নিন এ রকম আয়োজন করে বলে জানান সংগঠনটি প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন।
তিনি বলেন, শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কাজে যুক্ত হয়েছে। এটা একটা আন্দোলন যাতে দেশের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে একটা সচেতনা তৈরি হয়। প্রতি শুক্রবার এ কার্যক্রম কোথাও না কোথাও পরিচালিত হচ্ছে। এতে যুক্ত হন দেশের অনেক পরিচিত মুখ। এতে সাধারণ মানুষের ভেতরে একটি আগ্রহ তৈরি হয়। যেখান থেকে সচেতনতাও তৈরি হবে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এসএ/এমজেএফ