শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ভুক্তভোগীর পিতা।
নির্যাতনের শিকার আশরাফুল ইসলাম কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও উপজেলার দেউলি গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে।
সংবাদ সম্মেলনে আশরাফুলের পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আব্বাস উদ্দীন অভিযোগ করেন, প্রায় এক মাস আগে আমাদের গ্রামের (দেউলী) চৌরাস্তা মোড়ে কেশবপুরের বুলু বিশ্বাস ও সেনপুর গ্রামের হাসান আলী পৃথক দুটি ইট ভাটা স্থাপনের তোড়জোড় শুরু করে। তিন ফসলের আবাদি শত বিঘা জমি নষ্ট ও পরিবেশ দূষণ করে ইট ভাটা স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এলাকাবাসী। আমার ছেলে আশরাফুল এলাকাবাসীর সঙ্গে একাত্ম হয়ে গত ১১ এপ্রিল প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। সেখানে এলাকার নারী পুরুষরা অংশগ্রহণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ভাটার মালিক বুলু বিশ্বাস ও হাসান আলী ও কেশবপুর বিএনপি নেতা আবু বকর এবং আবু সামাদ বিশ্বাস ষড়যন্ত্র করে টাকার বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে। তারই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল গভীর রাতে কেশবপুর থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ আমার বাড়িতে হানা দেয়। তখন আমার ছেলে আশরাফুল ঘরে ঘুমিয়ে ছিলো। তাকে ডেকে তুলে গায়ের কালো গেঞ্জি খুলে পুরনো একটি লাল গেঞ্জি পরিয়ে মারতে মারতে বাড়ির বাইরে নিয়ে যায়।
কেন আশরাফুলকে মারপিট করছেন জানতে চাইলে স্বজনদের লাথি মেরে ফেলে দেন ওসি। পরে তাকে দেউলি মোড়ে নিয়ে চোখ, হাত, পা বেঁধে বেদম মারপিট করা হয়।
পরিবারের দাবি কিছুক্ষণ পর একজন অপরিচিত লোককে ক্রসফায়ার মাধ্যমে হত্যা করে পুলিশ। পুলিশ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে দু’দল ডাকাতদের গুলিবর্ষণে ১জন নিহত ও অপরজন আহত হয়েছে বলে প্রচার করে। থানায় খোঁজ নিতে গেলে আমাদের তাড়িয়ে দেওয়া হয়। পরে জানতে পারি ছেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার সঙ্গে দেখা করে জানতে পেরেছি অমানুষিক নির্যাতনের বর্ণনা। পরে আশরাফুলকে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। বর্তমানে আশরাফুল যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছে।
তিনি আরো বলেন, আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী আবু বকর নির্বাচিত হওয়ার পর থেকে থানা পুলিশের সঙ্গে অর্থ বাণিজ্য করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন মামলায় হয়রানি করা হচ্ছে।
ছেলের নিঃশর্ত মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। কান্নাজড়িত কণ্ঠে আশরাফুলের মা মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা বেগম বলেন, রাতে ঘরে ঘুমিয়ে থাকা ছেলেটাকে ওসি সাহেবের নেতৃত্বে পুলিশ মারপিট করতে করতে তুলে নিয়ে যায়। ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য পায়ে জড়িয়ে ধরি। আমাকে লাথি মেরে ফেলে দেয় ওরা। পরের দিন থানায় খোঁজ নিতে গেলে দুই ঘণ্টা বসিয়ে রেখে পরে তাড়িয়ে দেয়। আমি ছেলের নির্যাতনকারীদের শাস্তি চাই।
এ সব বিষয়ে জানতে চাইলে সমস্ত অভিযোগ অস্বীকার করে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, পরিবারের অভিযোগ সঠিক নয়। আশরাফুলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
ইউজি/আরআইএস/আরআই