বিশেষ করে জেলার আজমিরীগঞ্জ, বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টিতে পাকা ধানের ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে ঘণ্টাব্যাপী এ ঝড় ও শিলাবৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টা থেকে এ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের আব্দুল মতিন জানান, টানা বৃষ্টির পর রোদ দেখা দিলে কৃষকরা যখন অবশিষ্ট ফসল তুলতে শুরু করেছিল ঠিক তখনই এই শিলাবৃষ্টিতে শেষ স্বপ্নটুকুও মুছে গেলো।
হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান জানান, শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনও নিরূপন করা সম্ভব হয়নি।
হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামছুল আরেফিন জানান, ঝড়ের ফলে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে সময়ের প্রয়োজন। বিদ্যুৎ বিভাগের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরএ