শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত শিপরা রানী নেত্রকোনার কালিয়াঝুড়ি থানার আসাদপুর এলাকার সুবাস দাসের স্ত্রী।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, কালিয়াকৈরে রতনপুর ছাপড়া মসজিদ এলাকায় স্বামীর সঙ্গে একটি বাড়িতে বাসা ভাড়া থাকতো শিপরা রানী। বিকেলে রতনপুর রেলস্টেশন এলাকায় ঢাকা রাজশাহী রেললাইনের পাশ হাঁটছিল। এসময় একটি ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়।
খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরএস/এএটি/আরআই