শুক্রবার (২৮ এপ্রিল) দিনগত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীহাট এলাকার আব্দুস সালামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, একই বয়সী তিন মামাতো ভাই-বোন একসঙ্গে আখের বোঝা নিয়ে রিকশাযোগে মাঝিড়া বাসস্ট্যান্ডে মামার দোকানে যাচ্ছিলো। এক পর্যায়ে আসিফ রিকশা থেকে নেমে মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় দ্রুতগামী একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আসিফ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্ড ভ্যানটি দ্রুত সটকে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এমবিএইচ/এসআরএস/জেডএস