শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোনিয়ার বাড়ি রংপুরের পীরগঞ্জে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, লালমাটিয়া এফ ব্লকের একটি ভবনের পাঁচ তলায় কামরুল হাসানের বাসায় গত ৬ মাস ধরে সোনিয়া গৃহকর্মী হিসেবে কাজ করতো।
ওসি জামাল উদ্দিন দাবি করেন, দুপুরে লালমাটিয়ার বাসায় বাথরুমে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয় সে। বাসার লোকজন তাকে উদ্ধার করে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান জামাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
এজেডএস/আরআইএস/আরআই