শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে উপজেলা পরিষদ হল রুমে ভোটগ্রহণ হয়।
ভোটে সভাপতি পদে মোবারক আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সভাপতি নির্বাচিত হন।
আর রেজাউল করিম প্রধান ৮ ভোট পেয়ে সম্পাদক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন পেয়েছেন ৪ ভোট।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি পদে ফারুক আহম্মদ, সহ সম্পাদক পদে এ কে আজাদ, নির্বাহী সদস্য পদে আনিসুর রহমান বাকি, বিজয় রায়, জিয়াউর রহমান নির্বাচিত হন।
নির্বাচনে রিটানিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন সমবায় কর্মকর্তা মোবারক হোসেন।
উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা, পীরগঞ্জ, হরিপুর উপজেলার সাংবাদিক ও স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি, ওয়ার্কাস পাটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
জেডএস