শুক্রবার (২৮ এপ্রিল) দিনগত রাত পৌনে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে মহিলা ওয়ার্ডের একটি বৈদ্যুতিক সিলিং ফ্যানে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি হাসপাতালে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকে দুইতলা ভবন থেকে নিচতলায় নেমে পড়েন।
মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন হাছিনা খাতুন (৩৫) বাংলানিউজকে জানান, আমার বিছানার উপর সিলিং ফেনে হঠাৎ আগুন ধরে যায়। এসময় আমি ভয়ে চিৎকার করলে আশপাশের রোগী ও তাদের সঙ্গে থাকা আত্মীয়-স্বজনরা নিচে নেমে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরর্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, ফ্যানে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।
এ ব্যাপারে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুনকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
জেডএস