শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী শহরের শিল্পকলা একাডেমি মিলানায়তনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আলিফ ও কবিরাজ বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।
এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৫টা থেকে বুধবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র্যাবের বিশেষ অভিযানে কুখ্যাত জলদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর প্রধানসহ ২৫ সদস্য আত্মসমর্পণ করেন।
এ খবর নিশ্চিত করেছেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির।
আত্মসমর্পণকারীদের মধ্যে আলিফ বাহিনীর প্রধান মো. আলিফ মোল্লা ওরফে দয়াল (৪২), মো. রেজাউল ইসলাম শেখ ওরফে ছোট (২৮), মো. সফিনুর রহমান সফি (২০), মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লা (৪০), মো. হজরত আলী বরকন্দাজ ওরফে জামাই গুটি (৩৮), মো. শাহীনুর আলম ওরফে শাহীন (১৯), মো. জামির আলী জামু (৩৬), মো. আলামিন মোল্লা (৩৫), মো. তাইজেল ওরফে বড় ভাই (২৭), মো. সিরাজুল ইসলাম ওরফে সুমন (৪১), মো. আলমগীর গাজী (২৬), মো. কামাল শেখ (৩৮), মো. হোসেন আলী শেখ ওরফে ভাগ্নে (২৮), মো. সেলিম মোড়ল (৩৯), মো. হযরত আলী গাইন ওরফে আঙুল কাটা হযরত (৩৯), মো. পিয়ার আলী (৩৭), মো. লিটন বিশ্বাস ওরফে দেওয়ান (৩২), মো. হাবিবর রহমান ওরফে বাছা (২৭), মো. এনামুল গাজী ওরফে এনা (৩৫) সহ ১৯ জন।
অপরদিকে কবিরাজ বাহিনীর প্রধান মো. ইউনুস আলী শেখ ওরফে কবিরাজ ওরফে লাদেন (৩০), মো. নাজিম শেখ (৩৮), মো. আফতাব উদ্দিন কবির ওরফে বেয়াই (৩৩), মো. আবু শেখ (৪৬), মো. সেলিম হাওলাদার (৩০), মো. আশরাফ হোসেন ওরফে রাজু (৩৭) সহ ৬ সদস্য আত্মসমর্পণ করেছে।
আত্মসমর্পণকারীরা সকলেই খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
এদের কাছ থেকে দেশি-বিদেশি ৩১টি আগ্নেয়াস্ত্র এবং সকল প্রকার অস্ত্রের ১ হাজার ১১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০টি বিদেশি একনালা বন্দুক, ৭টি বিদেশি দোনালা বন্দুক, ৪টি পয়েন্ট ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, ৬টি ওয়ানশুটার গান ও ৪টি কাটা রাইফেল রয়েছে।
মেজর আদনান কবির জানান, আলিফ ও কবিরাজ বাহিনী পূর্ব ও পশ্চিম সুন্দরবন এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে সর্বাপেক্ষা সক্রিয় জলদস্যু বাহিনী। এসব অঞ্চলের বনজীবী ও জলজীবী সাধারণ মানুষ তাদের টার্গেট ছিলো। র্যাব-৮ এর ক্রমাগত অভিযানের কারণে কোণঠাসা হয়ে আতঙ্কিত হয়ে পড়ায় তারা অনুধাবন করে তারা ভুল পথে পরিচালিত হয়েছিল।
১৯৮৭ সালে আলিফ বাহিনী ও ২০১২ সাল থেকে কবিরাজ বাহিনী সুন্দরবনে বিপুল বিক্রমে জলদস্যু বৃত্তি শুরু করে।
জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান
কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমএস/এমজেএফ