নিহত শাহজাহান ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মো. সিদ্দিক বাংলানিউজকে বলেন, ভোলা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছালে লঞ্চ থেকে নামার সময় দুই লঞ্চের চাপায় গুরুতর আহত হন শাহজাহান।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহানের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এজেডএস/আরআইএস/এমজেএফ