শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইটে ডমেস্টিক যাত্রী হয়ে ঢাকায় আসেন ওই দুই নারী। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের দেখে সন্দেহ হলে দু’জনের দেহ তল্লাশি করে সাড়ে ৪ কেজি (৪.৬৬৫) স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসজে/আরআইএস/এসএইচ