উদ্ধারকৃত শিশু সুমাইয়া-ছবি: বাংলানিউজ
ঢাকা: ২৪ দিন পর উদ্ধার শিশু সুমাইয়াকে আদালতের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এনেছে তার স্বজনসহ কামরাঙ্গীরচর থানা পুলিশ।
শনিবার (২৯) দুপুরে ঢামেক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য আনা হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, শিশুটিকে অপরহণকারীরা কোনো শারীরিক নির্যাতন করেছে কিনা। এজন্য আদালতের নির্দেশে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এজেডএম/এএটি/বিএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।