শনিবার (২৯ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার কাঙ্গালিছের এলাকায় বেড়বাড়ী-খোলাঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাল সিকদারের বাড়ি একই উপজেলার যাদবপুর মধ্যপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, দুপুরে ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী নিয়ে কাঙ্গালিছের এলাকায় ব্রিজে উঠছিলেন আলাল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি পাশের খাদে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসআই