ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সখীপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
সখীপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলাল সিকদার (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার কাঙ্গালিছের এলাকায় বেড়বাড়ী-খোলাঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাল সিকদারের বাড়ি একই উপজেলার যাদবপুর মধ্যপাড়া গ্রামে।

 

স্থানীয়রা জানান, দুপুরে ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী নিয়ে কাঙ্গালিছের এলাকায় ব্রিজে উঠছিলেন আলাল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি পাশের খাদে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ